ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১৪ অক্টোবর) মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, সোমবার ব্লকে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেক্সিমেকা ১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্যাংক এশিয়ার ৯৪ লাখ ৮১ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৫৯ লাখ ৪৪ হাজার টাকা এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।