টানা ৪ দিন ছুটির পর সোমবার খুলেছে দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৫টি বা ৫৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ২২৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫২টির।
এদিকে সোমবার ডিএসইতে ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৫ কোটি ৮৭ লাখ টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪০ পয়েন্ট।
সিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার সিএসইতে ৯ কোটি ৩৯ লাখ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।