সম্প্রতি সময়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ারে। কোম্পানিটি গত সপ্তাহে দর বৃদ্ধি এবং লেনেদেনের শীর্ষ অবস্থানে রয়েছে। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এই সময়ে শেয়ারটির দর ৮১ টাকা ১০ পয়সা থেকে ৮৯ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এদিকে গত ১ বছরে শেয়ারটির দর ২৯ টাকা ৫০ পয়সা থেকে ১০৮ টাকা পরযন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ৭৮ টাকা ৫০ পয়সা বা ১৩৫.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত সপ্তাহে লাভেলো ১১ কোটি ৮৪ লাখ বা ৩.২৩ শতাংশ লেনদেন করে লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকায় রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে লাভেলো আইসক্রিমের পিই রেশি রয়েছে ৭১.৯৪ পয়েন্ট। যা কোম্পানিটিতে বিনিয়োগ করার জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে, পিই রেশিও ২০ এর কম হলে বিনিয়োগে ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির পিই রেশিও ৪০-র বেশি হলেই ওই কোম্পানির শেয়ার ঋণ অযোগ্য। তবে ঋণদাতা প্রতিষ্ঠান চাইলে আরও কম পিই রেশিওর কোম্পানিকেও ঋণ অযোগ্য বিবেচিত করতে পারে।
সর্বশেষ তৃতীয় প্রান্তিকের তথ্য মতে, লাভেলো শেয়ার প্রতি আয় করেছে ৭১ পয়সা।