সম্প্রতি পুঁজিবাজারে দর বৃদ্ধি, লেনদেন সবকিছুতেই শীর্ষে রয়েছে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২২.৯৯ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধান করে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্র জানায়, সম্প্রতি ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারকে (সিআরও) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
ডিএসইর সিআরওকে বিষয়টি অনুসন্ধান করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসিকে জানাতে বলা হয়েছে। চলতি বছরের ২৬ জুন থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়ে কারা কোম্পানির শেয়ার লেনদেন করেছে, তা বিএসইসিতে পাঠাতে বলা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৭.৭০ টাকা। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৩.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪১.২০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিকে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৫ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.০৪ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির অগ্নি সিস্টেমস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪.৭৫ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দেয়। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৯০ পয়সা। কোম্পানিটির পিই রেশি রয়েছে ৩৪.৩৩ পয়েন্ট।