ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

ডিএসই’র গাফিলতি, এখনো ওয়েবসাইটে নিউ লাইনের আগের ঠিকানা

নিজস্ব প্রতিবেদক

নিউ লাইন ক্লোথিংস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ঢাকার অফিসের ঠিকানা পরিবর্তন করলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আগের ঠিকানা উল্লেখ রয়েছে। ফলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

খোঁজি নিয়ে জানা গেছে, বর্তমানে ডিএসই’র ওয়েবসাইটে নিউ লাইন ক্লোথিংসের ঢাকার অফিসের ঠিকানা উল্লেখ রয়েছে, উত্তরা- ৭ নাম্বার সেক্টর, রোড নাম্বার-৩৫, বাড়ি নং-৩, ফ্ল্যাট-বি৩, ঢাকা-১২৩০।

সরেজমিন ঘুরে জানা গেছে, বর্তমানে উল্লেখিত ঠিকানায় নিউ লাইনের কোনো অফিস নেই। বিল্ডিংটিতে বসবাসকারী একজন জানান, প্রায় ৬/৭ মাস আগে কোম্পানিটির অফিস বন্ধ হয়ে যায়। বর্তমানে কোথায় কোম্পানিটির অফিস রয়েছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।

ডিএসই সূত্রে জানা গেছে, সংস্থিটি গত বছরের (২০২৩) ৫ অক্টোবর নিউ লাইন ক্লোথিংসের অফিস পরিবর্তনের নিউজ প্রকাশ করে। সেই নিউজে বলা আছে, নিউ লাইন ক্লোথিংসের ম্যানেজমেন্ট ঢাকা থেকে অফিস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির রেজিস্ট্রেড অফিস কচুয়াকুরি, কামরাঙ্গাচালা মৌচাক, কালিয়াকৈর গাজীপুর অফিসে ঢাকার অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ডিএসই তাদের ওয়েবসাইটে কোম্পানির প্রফাইলে এখনো অফিসের ঠিকানা পরিবর্তন করেনি। আগের ঠিকানাই সেখানে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আই বাংলাদেশকে বলেন, নিউ লাইন ক্লোথিংসের অফিস পবির্তন হয়েছে কিনা এ ব্যাপারে আমাদের জানা নেই। তারা যদি অফিস পরিবর্তন করে থাকে এবং ডিএসইকে তা না জানায়, তবে আমরা কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আর যদি ডিএসই জানার পরেও ওয়েবসাইটে ঠিকানা পরিবর্তন না করে থাকে, তবে আমরা সংস্থাটির কাছে এব্যাপারে জানতে চাইবে। তবে তার আগে অবশ্যই শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে আমাদের কাছে এব্যাপারে অভিযোগ আসতে হবে। আসলে দোষটি কার নিউ লাইন ক্লোথিংসের নাকি ডিএসই’র। ডিএসই’র সিআরও খায়রুল বাসারের কাছে এব্যাপারে জানতে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন