শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য লভ্যংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ বিদায়ী সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (০৬-১০ অক্টোবার) লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-বাংলাদেশ সাবমেরিন কেবল, জিপিএইচ ইস্পাত, বঙ্গজ, অ্যাপেক্স ট্যানারি, সোনালী পেপার, আল-মদিনা ফার্মা, মিথুন নিটিং ও তাল্লু স্পিনিং লিমিটেড।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ৩০, জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
জিপিএইচ ইস্পাত আলোচিত বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বঙ্গজ আলোচিত বছরে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অ্যাপেক্স ট্যানারি আলোচিত বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোনালী পেপার আলোচিত বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
অন্যদিকে তালিকাভুক্ত মিথুন নিটিং ও তাল্লু স্পিনিং আলোচ্য বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।