আগের তিন কর্মদিবসের দরপতন কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৮.৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯৮.৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮.১২ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, দর কমেছে ৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩২টির।
এদিকে বুধবার ডিএসইতে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১ কোটি ২৩ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭৬ পয়েন্ট।
সিএসইতে ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১২৭টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার সিএসইতে ৮ কোটি ৩১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।