আগের দুই দিনের মত মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৯৫টি বা ৪৮.৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরো তলানিতে নেমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৯৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ১৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫১ পয়েন্ট।
সিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ৯৫টির আর ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ১১ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।