চরম অর্থ সংকটে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাস ধরে বেতন-বোনাস দিচ্ছে না। এমনকি অর্থনৈতিক দৈন্যদশার কারণে কোম্পানিটি গুরুত্বপূর্ণ দুটি পদে (কোম্পানি সচিব ও প্রধান অর্থ কর্মকর্তা) লোক নিয়োগ দিতে পারছে না। কোম্পানি কর্তৃপক্ষ বিজনেস আই বাংলাদেশকে এসব তথ্য জানায়।
কোম্পনি সূত্রে জানা গেছে, কোম্পানিটির সচিব মো. মশিউর রহমানের চাকরির মেয়াদ শেষ হয়েছে গত বছরের (২০২৩) ১৫ নভেম্বর। এরপর নতুন করে আর কাউকে অর্থের অভাবে এই পদে নিয়োগ দেয়া হয়নি। তবে একই বছরের ১৬ নভেম্বর থেকে কোম্পানি সচিব হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন কবির হোসেন। এছাড়াও প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদটিও ফাঁকা রয়েছে। মফিজুর রহমান সিএফও হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। কবে নাগাদ এই দুটি পদে লোক নিয়োগ দেয়া হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটি জানায়, সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি মাত্র ২ শতাংশ ও এর আগের হিসাব বছরে (২০২২) ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। কিন্তু এসব ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করেনি লুব-রেফ। ফলে গত ৬ অক্টোবর কোম্পানিটিকে শোকজ করে বিএসইসি।
মফিজুর রহমান বিজনেস আই বাংলাদেশকে বলেন, আর্থিক সংকটের কারণে আমরা কোম্পানি সচিব ও সিএফও-এর পদে নিয়োগ দিতে পারছি না। কর্মকতা-কর্মচারীদের বেতন ৬ মাস ধরে বন্ধ রয়েছে। লুব-রেফের আর্থিক সংকটের বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, প্রতিটি শেয়ার ২৭ টাকা ইস্যু মূল্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লুব-রেফ। আর সর্বশেষ কার্যদিবসে (৭ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর এসে দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। সাড়ে তিন বছরে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ টাকা ২০ পয়সা। অর্থাৎ শেয়ার দর ৪৫ শতাংশ কমেছে।
