মিডল্যান্ড ব্যাংক পিএলসি সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে। আজ কোম্পানিটি ১ কোটি ২২ লাখ ৪০ হাজার ৭৪২টি শেয়ার হাতবদল করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি আজ ১ হাজার ৩৮৫ বারে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তবে সর্বোচ্চ লেনদেন হওয়া মিডল্যান্ড ব্যাংকের সোমবার দরপতন হয়েছে। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা দশমিক ৬৭ শতাংশ কমেছে।
বি ক্যাটাগরির মিডল্যান্ড ব্যাংক ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। চলতি বছরের ৬ মাসে বা দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৪-জুন,২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা।