পুঁজিবাজারে খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। দীর্ঘদিন ঝিমিয়ে থাকা শেয়ারটি সোমবার টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে। ডিএসইতে আজ শেয়াটির ৪০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফু-ওয়াং ফুড সোমবার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সা পরযন্ত উঠানামা করে।
গত ১ বছরে ফু-ওয়াং ফুডের সর্বোচ্চ দর ছিল ৩৮ টাকা ৪০ পয়সা। আর সর্বোন্মি দর ১১ টাকা ৬০ পয়সা ছিল।
বি ক্যাটাগরির কোম্পানিটি পুঞ্জীভূত লোকসানে রয়েছে। গত ৩ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।
