ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি বা ৭২.৭২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও সামান্য কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ২৮৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৫টির।

এদিকে সোমবার ডিএসইতে ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৬৩ লাখ টাকা কম। গতকার লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫৪ পয়েন্ট।
সিএসইতে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪৭টির দর বেড়েছে, কমেছে ১২২টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার সিএসইতে ৫ কোটি ৭৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।