দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বর্তমানে ৪৮টি কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। এর মধ্যে পুঁজিবাজারে ৮টি কোম্পানির শেয়ার ৩ টাকা দরে লেনদেন হচ্ছে। এসব কোম্পানির বেশিরভাগই ব্যাংক, আর্থিক ও বস্ত্র খাতের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক খাত
পুঁজিবাজারে ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানি ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। এর মধ্যে এ খাতের আইসিবি ইসলামী ব্যাংক বর্তমানে ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সা পরযন্ত ওঠানামা করে।
আর্থিক খাত
আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে বর্তমানে ১৩টি কোম্পানি ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। এ খাতে ৩ টাকা মূল্যের শেয়ার রয়েছে ৫টি। ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বর্তমানে ডিএসইতে ৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৭০ পয়সা পরযন্ত ওঠানামা করে।
ফার্স্ট ফিন্যান্স বর্তমানে ডিএসইতে ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা পরযন্ত ওঠানামা করে।
আর্থিক খাতের আলোচিত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং বর্তমানে ডিএসইতে ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা ৯০ পয়সা পরযন্ত ওঠানামা করে।
এছাড়া পিপলস লিজিং ৩ টাকা এবং প্রিমিয়ার লিজিং ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে।
বস্ত্র খাত
ব্যাংক ও আর্থিক খাতের পর সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানি ফেসভ্যালুর নিচে অবস্থান করছে বস্ত্র খাতে। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ১৮টি ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে।
বস্ত্র খাতে ৩ টাকা মূল্যের শেয়ার রয়েছে ২টি। বস্ত্র খাতের রিং শাইন টেক্সটাইল বর্তমানে ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর ৩ টাকা ৪০ পয়সা থেকে ৯ টাকা ৮০ পয়সা পরযন্ত ওঠানামা করে।
এছাড়া তুইহাই নিটিং পুঁজিবাজারে ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন করছে।
উল্লেখ্য, আলোচ্য কোম্পানিগুলো পুঁজিবাজারে ’জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছে।