ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

ধারাবাহিক দরপতনে মূল্য সূচক ২ মাসের মধ্যে সর্বনিম্ন

পুঁজিবাজারে দরপতন যেন কোনভাবেই থামছে না। আজ রবিবারও মূল্য সূচকের বড় পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ১ আগস্ট এই সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৩৩৩ পয়েন্ট।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৬টির।

এদিকে রবিবার ডিএসইতে ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫২ কোটি ৬২ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৫৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৪ পয়েন্ট।

সিএসইতে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে ৯ কোটি ৬৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন