শেয়ারবাজারে খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানি অল্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ বসুন্ধরা বারিধারা আবাসিক এলাকায় প্লট কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বসুন্ধরায় মোট ১২.১২ কাঠা জমি কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অলিম্পিকের বসুন্ধরায় জায়গা কিনতে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ৯৪ লাখ টাকা।
এছাড়া কোম্পানিটি নারায়ণগঞ্জের কাঁচপুরে বিস্কুট কারখানার কাছে ৬.১৩ ডেসিমেল জমি কিনবে। কোম্পানিটি কাঁচপুরে প্রতি ডেসিমেল ২ লাখ ৫০ হাজার টাকায় মোট ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকার জমি কিনবে।
উল্লেখিত ব্যয় বাদেও জমি কিনতে কোম্পানিটির ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য সরকারি কাজে খরচ হবে।
উল্লেখ্য, সর্বশেষ তৃতীয় প্রান্তিকে অলিম্পিকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা।