ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন

ওরিয়ন ইনফিউশনের রাইট ইস্যুর প্রস্তাব প্রত্যাখান

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট ইস্যুর প্রস্তাব প্রত্যাক্ষান করেছে।

এর আগে কোম্পানিটি ২০২৩ সালের ৫ নভেম্বর ডিএসইতে জানিয়েছিল, ওরিয়ন ইনিফিউশন ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল।

রাইট ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি বিএমআরই প্রকল্প ও ঋণ পরিশোধের কাজে ব্যবহার করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন