ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন

এনআরবি ব্যাংকের ইয়ার টু ডেট ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইয়ার টু ডেট

এনআরবি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান অনলাইনে ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৪’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।

ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে দিনব্যাপি সভার কার্যক্রম পরিচালনা হয়। গত শনিবার (৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলী আহমেদ, পরিচালক বায়জুন নাহার চৌধুরী, স্বতন্ত্র পরিচালক কাজী তৌহিদুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচলক মো: সাকির আমিন চৌধুরী, মো: শাহীন হাওলাদার, মো: আলী আকবর ফরাজী এবং আনোয়ার উদ্দিনসহ সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় চলতি বছরের ত্রৈমাসিকে বিভিন্ন শাখা ও বিভাগসমূহের অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে বিষদ আলোচনা করা হয় এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন