ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন

ইউকে মার্কেটে রেনাটার নতুন ওষুধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটার নতুন দুইটি ওষুধ যুক্তরাজ্যের (ইউকে) বাজারে পাঠানো হয়েছে। ওষুধ দুইটি হচ্ছে- সাট্রালাইন ১০০এমজি ও প্রোপিলথিওরাসিল ৫০এমজি ট্যাবলেট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উচ্চমান সম্পন্ন ওষুধ বাংলাদেশের রাজেন্দ্রপুরে ইউকে এমএইচআরএ অনুমোদিত। এই ওষুধগুলো ইউকে ব্রান্ডিং এবং স্থানীয় বাজারের সাথে অংশিদারিত্ব। খুব শিঘ্রই যুক্তরাজ্যের বাজারে ওষুধ দুটি পাওয়া যাবে।

কোম্পানিটি আরও জানায়, রেনাটার একই ওষুধ বাংলাদেশের বাজারে স্থানীয় ব্রান্ড নাম সেরোনেক্স (সাট্রালাইন) এবং পিটিইউ (প্রোপিলথিওরাসিল) নামে পরিচিত। কোম্পানিটি পণ্য দুইটি বিশ্বব্যাপী এবং স্থানীয়ভাবে বাজারজাত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন