ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ২:২১ অপরাহ্ন

চরম আর্থিক সংকটে সাইফ পাওয়ারটেক, সাপ্তাহিক ছুটি তিনদিন

চরম অর্থ সংকটে সাইফ পাওয়ারটেক লিমিটেড। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটির আর্থিক দৈন্যদশা যেন জেঁকে বসেছে। অফিস খরচটিও ঠিকভাবে চালাতে পারছে না কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস ধরে সাইফ পাওয়া্রটেক বৃহস্পতিবার করে অফিস বন্ধ রাখছে। আর স্বাভাবিক নিয়মেই শুক্রবার ও শনিবার বন্ধ থাকে কোম্পানিটির কার্যক্রম। এখন নতুন করে অর্থ সংকটের কারণেই মূলত অতিরিক্ত একদিন অফিস বন্ধ রাখছে কোম্পানিটি।

অনুসন্ধানে জানা গেছে, আর্থিক সংকটের কারণে সর্বশেষ অর্থবছরেও কোম্পানিটি বিনিয়োগাকারীদের লভ্যাংশ প্রদান করতে পারেনি। সাইফ পাওয়ারটেকের কোম্পানি সচিব মো. সালেহিন বিজনেস আই বাংলাদেশকে বলেন, খরচ কমানেরা জন্য আমরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবারও আসতে নিষেধ করেছি। তবে এটা সাময়িক। কিছুদিন পরেই আবার আগের মতোই অফিস করবে সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক সাইফ পাওয়ারটেকের একজন কর্মচারী জানান, গত এক মাস ধরে বৃহস্পতিবার বন্ধ থাকছে অফিস। কোনো স্যাররা আসেন না।

এদিকে, সাইফ পাওয়ারটেক গত দেড় বছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এটি পুঁজিবাজারে তালিকাভুক্তির নিয়মের লঙ্ঘন। অবকাঠামো সহায়তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশে ব্যর্থ হয়েছে কোম্পানিটি।

গণমাধ্যমে দেয়া বক্তব্য থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটির একাউন্স সেকশনে আগুন লেগেছিল। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা ইতোমধ্যে জানেয়েছেন, কাগজপত্র উদ্ধারের চেষ্টা চলছে। খুব শিগগিরই কোম্পানির সব আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিকে সাধারণ বিনিয়োগকারীরা জানান, আমরা বৃহস্পতিবার সাইফ পাওয়ারটেকে গেলে কাউকে পাই না। আমাদেরকে না জানিয়ে কর্মদিবসে অফিস বন্ধ রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বিজনেস আই বাংলাদেশকে বলেন, স্বাভাবিকভাবেই ডিএসইকে জানিয়ে অফিস বন্ধ রাখলে সেটি ভালো হতো। এতে করে কোম্পানিটির সংশ্লিষ্ট সবাই জানতে পারতো।

উল্লেখ্য, গত বছরের (২০২৩) ৮ অক্টোবর শেয়ারটির দাম ছিল ২৯ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর এসে দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সা। এক বছরের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ৮০ শতাংশের কাছাকাছি।

পর্ব-১

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন