সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে ৬ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শেষ দিন (৩০ সেপ্টেম্বর) পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৮১৭টি। আর আগস্ট মাসের শেষ দিন (২৯ আগস্ট) বিও হিসাব ১৬ লাখ ৬৬ হাজার ৮৬৮টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৯৪৯টি বিও হিসাব বেড়েছে।
সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ৫ হাজার ৪৭০টি বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪ হাজার ১২৭টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১২ লাখ ৪৮ হাজার ৬৫৭টিতে।
আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ৩০৮টি বেড়ে চার লাখ ২ হাজার ৩১৮টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ১ হাজার ১০টিতে।
সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৯৪টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ২৯৫টিতে। আর আগস্ট মাসে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০১টিতে।
সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৫৫৩টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ২ হাজার ৬৮০টিতে।
সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৬৯টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৯৮৭টিতে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও কমেছে ১৮টি।