ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন

রাইট ইস্যুতে সম্মতি পায়নি জেমিনী সী ফুড

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুডের রাইট শেয়ার ইস্যুতে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেমিনী সী ফুড রাইট ইস্যুর মাধ্যমে ১২৮ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির রাইট ইস্যুতে অসম্মতি জানিয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৫ ফেব্রুয়ারি রাইট ইস্যু সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান করেছিল।

জানা গেছে, কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। শেয়ারের ইস্যু মূল্য ছিল ৫০ টাকা প্রিমিয়ামসহ ৬০ টাকা।

জেমিনী সী রাইট ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের কথা জানিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন