ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেনদেনের শীর্ষ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইবনে সিনা লিমিটেড। কোম্পানির আজ ১৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৩ হাজার ৮১১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৭৫৬ বারে ১৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইসলামী ব্যাংক ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণফোন ১১ কোটি ১২ লাখ, সোস্যাল ইসলামী ব্যাংক ৯ কোটি ৭৭ লাখ, ব্রাক ব্যাংক ৯ কোটি ৩০ লাখ, এমজেএলবিডি ৭ কোটি ২৮ লাখ, ওরিয়ন ফার্মা ৬ কোটি, লাভেলো আইসক্রিম ৫ কোটি ৮৮ লাখ ও আফতাব অটোস ৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।