ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

বিএসইসি ভবনের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

দেশের শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের সামনে অবস্থান করছে। বিনিয়োগকারীরা মতিঝিল থেকে  লংমার্চ কর্মসূচীর মাধ্যমে বিএসইসি ভবনের সমনে জড়ো হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক বিনিয়োগকারী মতিঝিল থেকে হেঁটে বিএসইসির উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান জানান, আমরা আমাদের লংমার্স কর্মসূচি শুরু করেছি। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতার লক্ষ্যে লংমার্চ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, গতকাল বুধবারও শেয়ারবাজারে তীব্র দরপতন হয়েছে।ওইদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩২.২৯ পয়েন্ট কমেছে।

গতকাল বিনিয়োগকারীরা শেয়ারবাজারের দরপতনের প্রতিবাদে মতিঝিল ডিএসই ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে। মিছিলে কমিশনের চেয়ারম্যান ও পুঁজিবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনেও দাবি জানান।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন