আগের দিনের তীব্র দরপতন কাটিয়ে কিছুটা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরোও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯টির, দর কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৫ কোটি ২৭ লাখ টাকা কম । গতকাল লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট।
সিএসইতে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৯টির দর বেড়েছে, কমেছে ৯৫টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ২ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।