শেয়ারবাজারে ওষুধ-রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় নেমে গেছে। আজ কোম্পানিটির ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৭৯ শতাংশ দর কমে লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার বুধবার ডিএসইতে সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়; যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন দর। গত ১ বছরের মধ্যে শেয়ারটির সর্বোচ্চ ৯১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
বুধবার ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ১৬২ বারে ১৭ লাখ ১৬ হাজার ৬৫৫টি শেয়ার লেনেদেন হয়।
এ ক্যাটাগরির কোম্পানিটি শেয়ারবাজারে ২০১৩ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি গত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।