ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচকের বড় পতনে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৩০০টি বা  ৮৯ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আলোচ্য সময়ে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বা ১.৯১ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বুধবার (২ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১০টা ৫৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০৭ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৮ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৩৯ দশমিক ১৬ পয়েন্ট কমে ২ হাজার পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন