দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি বা ৮৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন লেনদেন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩২.২৯ পয়েন্ট কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩২.২৯ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৫ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ৪ আগস্ট সূচকটির সর্বনিম্ন অবস্থান ছিল ৫ হাজার ২২৯.২৬ পয়েন্ট। ৫ আগস্ট আওয়ালীগ সরকার পতনের পর ৬ আগস্ট পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফেরে।ওইদিন মূল্য সূচকটি ১৯৭ পয়েন্ট বৃদ্ধি পায়।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫১.৩২ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২.৫১ পয়েন্ট কমেছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ৩৪৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২২টির।
এদিকে বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫১ কোটি ৩৫ লাখ টাকা বেশি । গতকাল লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩০৬ পয়েন্ট।
সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৪টির দর বেড়েছে, কমেছে ১৭৭টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার সিএসইতে ৫ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারকারসাজির কারণে সম্প্রতি বেশ কিছু কোম্পনিকে জরিমানা করা হয়েছে। একইসাথে কোম্পানিগুলোর অনিয়ম-জালিয়াতি খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।এর ফলে সম্প্রতি সময়ে বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়ছে।