দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর বিনিয়োগকারীদের আস্থায় ফিরতে শুরু করেছে বীমা খাতের শেয়ারে। মঙ্গলবার সার্বিক বাজারে দরপতন হলেও দর বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ জীবন বীমা কোম্পানির।
প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৮টি বীমা কোম্পানির মধ্যে ১২টি জীবন বীমা কোম্পানি। এর মধ্যে মঙ্গলবার ৮টি কোম্পানির দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে। আজ শেয়ারটি ৯ টাকা বা ৯১ শতাংশ দর বেড়ে ডিএসইতে টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির দর ৯০ টাকা থেকে ২১০ টাকা পরযন্ত উঠানামা করে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৬ টাকা ৫০ পয়সা বা ৫.১৬ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার সপ্তম স্থানে রয়েছে। মঙ্গলবার ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৩২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির দর ৮৮ টাকা ৯০ পয়সা থেকে ১৭৯ টাকা পরযন্ত উঠানামা করে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২ টাকা ৭০ পয়সা বা ৪.৭১ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার দশম স্থানে রয়েছে। মঙ্গলবার ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৬০ টাকায় লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির দর ৫৭ টাকা থেকে ৯৩ টাকা ৪০ পয়সায় পরযন্ত উঠানামা করে।
তালিকায় থাকা অন্য জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে- প্রগ্রেসিভ লাইফের ৩.৭৩ শতাংশ, প্রগতি লাইফের ২.৯৬ শতাংশ, মেঘনা লাইফের ২.৮১ শতাংশ, প্রাইম লাইফের ১.৮৩ শতাংশ, পদ্মা লাইফের দশমিক ৫২ শতাংশ দর বেড়েছে।