ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২৪৫ কোম্পানির দর বৃদ্ধি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪৫টি বা ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, মঙ্গলবার (১ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন