সম্প্রতি শেয়ারবাজারে আলোচিত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ রবিবার ফের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৯০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার ডিএসইতে খান ব্রাদার্স সর্বশেষ ১৪৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত এক বছরে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ৩০ পয়সা থেকে ২৩৯ টাকা ৯০ পয়সা পরযন্ত।
আজ কোম্পানিটি ১ হাজার ৮১৯ বারে ৩ লাখ ৭৩ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৫ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর থেকে খান ব্রাদার্সের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এমতাবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং অধিক পরিমাণ শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।
জানা গেছে, তদন্তের নির্দেশের পর শেয়ারটির গত ২৫ সেপ্টেম্বর পরযন্ত টানা দরপতন হয়। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর থেকে শেয়ারটির দর ফের বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৩৪ টাকা থেকে ১৪৬ টাকা ৯০ পয়সা পরযন্ত বেড়েছে।