ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না মিডল্যান্ড ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিংয়ে এ তথ্য উঠে এসেছে। ডিএসই শেয়ারটির অস্বভাবিক দর বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে গত ২৬ সেপ্টেম্বর চিঠি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৯ সেপ্টেম্বর মিডল্যান্ড ব্যাংক শেয়ার দর ছিল  ২৭ টাকা ১০ পয়সায়। যা ২৬ সেপ্টেম্বর লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে  ২৮ টাকা। এই সময়ে শেয়ারটির দর ৯০ পয়সা বা ৩.৩২ শতাংশ বেড়েছে

কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন