ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দরপতন নিউ লাইন ক্লোথিংসের

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দরপতন হয়েছে বস্ত্র খাতের কোম্পনি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের।  গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২৫.৮ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের শুরুতে নিউ লাইনের শেয়ার দর ছিল ৩০ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে শেয়ারটি ২২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

বর্তমানে নিউ লাইনের পিই রেশিও রয়েছে ১০.৬৪ পয়েন্ট। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯৫ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১০৯ কোটি ৯১ টাকা।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন