শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএসটিবি) রুফটফ সোলার প্যানেল স্থাপন করবে। একারণে কোম্পানিটি ১১ কোটি ৫৬ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির সাভার কারখানায় সোলার প্যানেল (১.৫ মেগাওয়াট) নির্মাণের পাশাপাশি অবকাঠামোগত কাজ করবে।
সোলার প্যানেল সিস্টেম কোম্পানিটির বছরে ৯৪৪ টন কার্বন নির্গত কমাবে। এতে কোম্পানিটির আগামী ২০ বছরে ৫ কোটি ১০ লাখ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে।
বিএটিবিসি সোল্যার প্যানেলে বিনিয়োগ করবে নিজস্ব তহবিল এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে।
