ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪ কোম্পানির বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংকের লেনদেন হয়েছে ৪ কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ইসলামী ইন্স্যুরেন্স ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন