ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

ব্যাংক খাতে ৭৫ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি

বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলেও ব্যাংক খাতের শেয়ারে পালে হাওয়া লেগেছে। আজ ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন তালিকায় থাকা ৩৬টি কোম্পানির মধ্যে ২৭টি বা ৭৫ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ব্যাংক খাতের ৫ কোম্পানি। আজসবচেয়ে বেশি দর বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির।

এদিন শেয়ারটি ৭০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত ১ বছরে শেয়ারটির দর ৬ টাকা থেকে ৯ টাকা ৮০ পয়সা পরযন্ত উঠানামা করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে  সর্বশেষ ৭ টাকা লেনদেন হয়। গত ১ বছরে শেয়ারটির দর ৬ টাকা ৩০ পয়সা থেকে ৯ টাকা ৩০ পয়সা পরযন্ত উঠানামা করে।

গ্লোবাল ইসলামী ব্যাংক ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা এবি ব্যাংকের ৭.৬১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭.৩৫ শতাংশ এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ৫.৬৯ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন