ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ব্যাংকিং খাতের ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টা পরযন্ত ডিএসইতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্ক্রিনে ৫৯ লাখ ১৫ হাজার ৪৭১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের ২৪ লাখ ২০ হাজার ৪৮০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া বিক্রেতা শূন্য হওয়ার পথে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও এবি ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংক খাত সংস্কারে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এতে ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এর ফলে আজ সার্বিক বাজারে বড় দরপতন হলেও ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা বেশি ঝুঁকছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।