ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

দেড় ঘণ্টায় ২৪৩ কোম্পানির দরপতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় ২৪৩টি বা ৬২.৩০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এই সময়ে ডিএসইতে  ২২৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন