সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৭.৩৭ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১৩.৩ পয়েন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ৯৭.৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩১ পয়েন্ট কমেছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫টির।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬৬ কোটি ৭ লাখ টাকা কম । গতকাল লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১৩.৩ পয়েন্ট।
সিএসইতে ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ১৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।