ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

জেড ক্যাটাগরির তালিকায় ৮৪ কোম্পানি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪২১টি (ট্রেজারি বন্ড ছাড়া) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ৮৪টি কোম্পানি জেড ক্যাটাগরির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগে ডিএসইতে জেড ক্যাটাগরি কোম্পানির সংখ্যা ছিল ৫৮টি। গতকাল নতুন করে ডিএসই আরও ২৭ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠায়। এতে পুঁজিবাজারে মোট জেড ক্যাটাগরির কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৪টি।

জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

পাশাপাশি আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হলেও একই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনো রিট পিটিশন বা আদালতে বিচারাধীন কোনো আইনি প্রক্রিয়ার ফলস্বরূপ এজিএম অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ উপ- বিচারের বিষয় বা জোরপূর্বক ঘটনা ঘটলে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর সময় পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।
যদি তালিকাভুক্ত কোম্পানির সংস্কার বা বিএমআরই (ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ) এর জন্য এই ধরনের কোনো সময় ব্যাতীত ন্যূনতম ছয় মাস ধরে একটানা উৎপাদনে না থাকলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন