ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

জেড ক্যাটাগরিতে যাওয়ায় সর্বোচ্চ দরপতন ১০ কোম্পানির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৯৯টির বা ৭৫ শতাংশ কোম্পানির দর কমেছে। আর এদিন টপটেন লুজার তালিকার ১০টিই রয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি। ’বি’ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে যাওয়ায় বৃহস্পতিবার সবচেয়ে বেশি দর কমেছে লুবরেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ১ বছরে শেয়ারটি ১৫ টাকা ৩০ পয়সা থেকে ৩৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৮  টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত ১ বছরে শেয়ারটির দর ৬৮ টাকা  থেকে ১২১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা। আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমেছে। গত ১ বছরে শেয়ারটির দর ১২ টাকা  থেকে ৪০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারির ৯.৯৪ শতাংশ, ফার কেমিক্যাল ৯.৮৩ শতাংশ, বে-লিজিং ৯.৮০ শতাংশ, জিএসপি ফিন্যান্স ৯.৮০ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৯.৮০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৯.৭৯ শতাংশ ও বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯.৭৭ শতাংশ দর কমেছে।

প্রসঙ্গত, বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে ২৮কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার নির্দেশ দেয়। এর ফলে আজ বৃহস্পতিবার কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়ায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন