পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিংয়ের উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ থাকবে। কোম্পানিটি কারখানা পুননির্মাণ, যন্ত্রপাতি স্থাপন এবং পরীক্ষামূলক উৎপাদনের জন্য কারখানা বন্ধ রাখবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর কোম্পানিটি কারখানার অবকাঠামোগত উন্নয়নের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিল।
উল্লেখ্য, বি ক্যাটাগরির মেট্রো স্পিনিং ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটি ২ টাক ২৮ পয়সা লোকসান করেছে।
আজ ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হচ্ছে।