ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

শুরুতে উত্থান, শেষভাগে ৮৯ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনেই লেনদেন শেষ হয়েছে। যদিও এদিন লেনদেনের শুরুতে বড় উত্থান ছিল। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট কোম্পানির মধ্যে ৩৫৫টি বা ৮৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে।  ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, দর কমেছে ৩৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৪টির।

এদিকে বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৮ কোটি ৩০ লাখ টাকা বেশি । গতকাল লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

সিএসইতে ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ১৯০টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে ১৮ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন