দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পরযন্ত ডিএসইএক্স সূচক বেড়েছে ৫৮.৮৫ পয়েন্ট। এই সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৬মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।
