ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ন

২৪% উৎপাদন বৃদ্ধির খবরে একদিনে দর বাড়ল ১৪ টাকা

বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব বৃদ্ধি পাবে প্রায় ২৪ শতাংশ। আর এ খবরে শেয়ারটির দর সোমবার (২৩ সেপ্টেম্বর) একদিনেই বেড়েছে ১০ শতাংশ বা ১৪ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, আজ মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পরযন্ত শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা বা ৭.২১ শতাংশ দর বেড়ে সর্বশেষ ১৬৫ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে।

জানা গেছে, রহিম টেক্সটাইল উৎপাদন বাড়াতে নতুন করে বিনিয়োগ করবে ১৩ কোটি ৭৩ লাখ টাকা। নতুন বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব বৃদ্ধি পাবে প্রায় ২৪ শতাংশ। এতে লোকসানে থাকা প্রতিষ্ঠানটি মুনাফায় ফিরে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বিনিয়োগের অংশ হিসেবে সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করা হবে। নতুন বিনিয়োগের অর্থায়ন করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য উৎস থেকেও অর্থের সংস্থান করবে প্রতিষ্ঠানটি।

রহিম টেক্সটাইল মিলসের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সময়ে সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। নতুন বিনিয়োগের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা যেমন বাড়বে। তেমনি বাড়বে রাজস্ব।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে টেক্সটাইল মিলস লিমিটেডের লোকসান হয়েছিল ১২ কোটি ৪৭ লাখ টাকা। এজন্য প্রতিষ্ঠানটি এ সময় বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে কাঁচামালের দাম বৃদ্ধি, গ্যাসসংকট, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় বৃদ্ধি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

চলতি অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) মুনাফায় ফিরে এসেছে। এ সময় প্রতিষ্ঠানটির লাভ হয়েছে ৬০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ টাকা। আগের বছর কোম্পানিটি ৯ টাকা ১০ পয়সা লোকসান করেছিল। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪২ পয়সা।

প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধির জন্য বাজারজাতকরণে খরচ হ্রাস, মৌলিক কাঁচামালের মূল্য হ্রাস, একই সঙ্গে পূর্ববর্তী সময়ের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য ব্যয় হ্রাস পাওয়ার কারণে লাভবান হতে সহায়তা করেছে বলে জানানো হয়েছে।

কোম্পানিটি আরও জানায়, রহিম টেক্সটাইল মিলের বর্তমান উৎপাদন ক্ষমতা বার্ষিক তিন কোটি ইয়ার্ড (৩০০ লাখ গজ) ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং। নতুন যন্ত্রপাতি স্থাপনের পর প্রতিবছর ১৯ লাখ ৪৪ হাজার গজ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। সক্ষমতা বৃদ্ধির পর ৩১ লাখ ৫০ হাজার শঙ্কুর সেলাই থ্রেড, ৪৫ লাখ পিস ড্র কর্ড, ২৫২ লাখ ইয়ার্ডের ইলাস্টিক টুইল। ৪৫ লাখ গজের টেপ, ৭ লাখ ২০ হাজার গজের জ্যাকার্ড টেপ এবং বছরে ৩০০ লাখ পিস হিট সিল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন