ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় দর বৃদ্ধি ২১৮ কোম্পানির

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেননদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া  ২১৮ কোম্পানি বা ৫৮ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ডিএসইতে ১৭৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক  ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১৫.১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন