ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

ডিএসইতে লেনদেন ছাড়াল ৭১৮ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৭১৮ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ১৭.৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করছে।  ডিএসই–৩০ সূচক ১২.৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৯  পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ২৬২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪০টির।

এদিকে মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৪ কোটি ২৪ লাখ টাকা বেশি । গতকাল লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

সিএসইতে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৯টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,