ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

টাস্কফোর্স মূলত ৩ বিষয়ে কাজ করবে : গভর্নর

সম্প্রতি দেশের ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের নেতৃত্বে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই টাস্কফোর্স মূলত ৩টি বিষয়ে কাজ করবে। টাস্কফোর্সে নিয়োগ দেওয়া হবে বিদেশি কয়েকজন পরিদর্শক।

সোমবার (২৩ সেপ্টেম্বর) টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

জানা গেছে, চরম সংকটে থাকা দেশের ৯টি ব্যাংকে পরিদর্শন করবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তাদের সঙ্গে টাস্কফোর্সে নিয়োগ দেওয়া হবে বিদেশি কয়েকজন পরিদর্শক।

যেসব ব্যাংকে পরিদর্শন করা হবে- ন্যাশনাল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামি ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক।

জানা গেছে, ইতোমধ্যেই টাস্কফোর্সের ২ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের ১৪জন কর্মকর্তাকে পরিদর্শনের জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিদেশি কয়েকজন পরিদর্শক নিয়োগ দিয়েই টাস্কফোর্স কার্যক্রম শুরু করবে।

গভর্নর বলেন, প্রথম ধাপে ইসলামী ব্যাংকসহ ৩টি ব্যাংকের সম্পদ নিরুপন করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৩টি করে ৯ ব্যাংকের এ কার্যক্রম চালানো হবে।

তিনি বলেন, টাস্কফোর্স মূলত ৩টি বিষয়ে কাজ করবে। প্রথমত, ব্যাংকগুলোর ক্ষতিগ্রস্ত সম্পদ নির্ণয় করবে। এরপর ব্যাংকগুলোর সম্পদ কোথায় আছে তা চিহ্নিত করবে। এরপর ওই সম্পদ পুরুদ্ধারে কাজ করবে। এক্ষেত্রে প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংক থেকে ১৪জন কর্মকর্তাকে ৩ ভাগে বিভক্ত করে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে দুই গ্রুপে ৪ জন করে কর্মকর্তা দিবেন। আর অন্য গ্রুপে রয়েছেন ৬ জন। এক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় ব্যাংক হওয়ায় পরির্দশনের দায়িত্বে থাকবে ৬ জন কর্মকর্তা। পাশাপাশি নিরিক্ষক প্রতিষ্ঠান ও বিদেশি নিরিক্ষকদের যুক্ত করা হবে। উন্নয়ন সহযোগীরা এসব অর্থ দিবে।

তিনি আরও বলেন, আমরা প্রথমে দেখবো ব্যাংক থেকে নামে বা বেনামে কি পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে তা দেখবো। এরপর ওই অর্থ যদি দেশের বাইরে চলে যায় তাহলে সেগুলো কিভাবে আন্তর্জাতিক আইন মেনে আনা যায় সে বিষয়ে কাজ করবো। এ ক্ষেত্রে আমরা বড় কেসগুলোকে নিয়ে কাজ করবো। আমাদের যদি ৪ লাখ কোটি টাকার মতো খারাপ সম্পদ থেকে থাকে তার অর্ধেক হয়ে তো অল্প কয়েকজন ব্যক্তির কাছে গেছে। এজন্য তাদের উপর বেশি ফোকাস থাকবে। আর ছোটগুলো সিস্টেমেটিক ওয়েতে তুলে আনা হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন