ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ব্যাংক খাতের ৪ কোম্পানি

সম্প্রতি দেশের ব্যাংক খাত সংস্কারে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর ফলে পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আস্থা বাড়তে শুরু করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪টিই ব্যাংক খাতের কোম্পানি।

ডিএসইর তথ্যমতে, ব্রাক ব্যাংক ৪৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। আজ ব্যাংকটি ২ হাজার ৫১৪ বারে ৭৮ লাখ ৯৩ হাজার ২১৬টি শেয়ার লেনদেন করে।

লেনদেনের তালিকায় ৫ম স্থানে রয়েছে ব্যাংক খাতের আলোচিত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটি ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আজ ব্যাংকটি ৩ হাজার ৩৩১ বারে ৩১ লাখ ২৮ হাজার শেয়ার লেনদেন করেছে।

তালিকার ৬ষ্ঠ স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ব্যাংকটি আজ ১ হাজার ৬৪৮ বারে ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৬৩টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার অষ্টম স্থানে থাকা সিটি ব্যাংক ১ হাজার ৬৩৬ বারে ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন