ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

দেড় ঘণ্টায় ডিএসইএক্স ছাড়াল ৪০ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেননদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া  বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪০. ৩৫ পয়েন্ট ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইতে বেলা ১১টা ৩৭ মিনিট পরযন্ত ২৪৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৩৫  পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক  ২  পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার দর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন