দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উত্থানে লেননদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৫ কোম্পানি বা ৫৫.৬৮ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ডিএসইতে ১৮৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।
সূত্র মতে, রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৮.৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার দর।